বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ বা পোস্ট অফিসে নিয়োগ 2021 শুরু হয়েছে। যারা সরকারি চাকুরি খুঁজছেন তাদের জন্য বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2021হতে পারে একটি সুবর্ণ সুযোগ। ডাক বিভাগ বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধিনস্ত একটি অধিদপ্তর। কাজেই বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি 2021 একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকুরির বিজ্ঞপ্তি। post office job circular 2021

 

 

বাংলাদেশ ডাক বিভাগ

পদ সংখ্যা ৪৬ জন

নথি নং-স্টাফ-এ/এ এ/নিয়ােগ সরাসরি-২০১৮/কন                                                     তারিখঃ ২০/০৬/২০২১ইং

 

১.পদের নাম: মেইল গার্ড

বেতন: ৯০০০-২১৮০০/-

পদ সংখ্যা: ১২ জন

শিক্ষাগত যােগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় দ্বিতীয়   বিভাগ/সমমানের সিজিপিএ উত্তীর্ণ।

 

২.পদের নাম: ওয়ারম্যান

বেতন: ৮৫০০-২০৫৭০/-

পদ সংখ্যা: ০১ জন

শিক্ষাগত যােগ্যতা:মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ইনসটিটিউট/ ইলেকট্রিক ট্রেড কোর্সে বি/সি ক্যাটাগরি লাইসেন্সধারী।

 

৩.পদের নাম: আমড় গার্ড

বেতন: ৮৫০০-২০৫৭০/-

পদ সংখ্যা: ০১ জন

শিক্ষাগত যােগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অস্ত্র  জন চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।

 

৪. পদের নাম: প্যাকার

বেতন: ৮৫০০-২০৫৭০/-

পদ সংখ্যা: ০১ জন

শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । সু-স্বাস্থ্যের অধিকারী।

 

৫. পদের নাম:অফিস সহায়ক

বেতন: ৮৫০০-২০৫৭০/-

পদ সংখ্যা: ১১ জন

শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

৬. পদের নাম:এ্যাটেনডেন্ট

বেতন: ৮২৫০-২০০১০/-

পদ সংখ্যা: ০১ জন

শিক্ষাগত যােগ্যতা: অষ্টম শ্রেনী জুনিয়ার সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীণ। জন স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

 

৭. পদের নাম: রানার

বেতন: ৮২৫০-২০০১০/-

পদ সংখ্যা: ০৪ জন

শিক্ষাগত যােগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

 

৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী

বেতন: ৮২৫০-২০০১০/-

পদ সংখ্যা: ০৬ জন

 

শিক্ষাগত যােগ্যতা:মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৯. পদের নাম: গার্ডেনার (মালী)

বেতন: ৮২৫০-২০০১০/-

পদ সংখ্যা: ০১ জন

শিক্ষাগত যােগ্যতা: অষ্টম শ্রেনী জুনিয়ার সাটিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীণ। বাগান পরিচর্যার অজ্ঞিতা থাকতে হবে।

 

১০. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)

বেতন: ৮২৫০-২০০১০/-

পদ সংখ্যা: ০৫ জন

শিক্ষাগত যােগ্যতা: অষ্টম শ্রেনী জুনিয়ার সাটিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীণ । মােট পদের শতকরা ৮০%  জাতহরিজনের জন্য বরাদ্দ থাকবে এবং জাত“হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে।

 

বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: খুলনা, বাগেরহাট,এবং কুষ্টিয়া ব্যতীত খুলনা বিভাগের সকল জেণী। বরিশাল বিভাগের সকল জেলা। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা। পাবনা ব্যতীত রাজশাহী বিভাগের সকল জেলা। দিনাজপুর ব্যতীত রংপুর বিভাগের সকল জেলা। রাজবাড়ী, ঝালকাঠী, জেলা।

নিম্নবর্ণিত শর্তসমূহ আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে। অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়: ২৫/০৩/২০২০ তারিখে প্রাথরি বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।

উল্লেখ্য সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ড়ি এ প্রদান করা হবে না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র, জাল, মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করণে প্রার্থীর প্রার্থীতা আবেদনের যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৌখিক পরিক্ষার সময় প্রার্থীর। শিক্ষাগত যােগ্যতা, অতিতা এবং টেকনিক্যাল শিক্ষা/প্রশিক্ষণের সনদ, সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে সনদসমূহের ২ কপি সেট ফটোকপি এবং আবেদনকারীর ৩ কপি পাসপাের্ট সাইজের ছবি জমা  দিতে হবে।

মৌখিক পরিক্ষার সময় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কপোরেশন এর সনদ এবং জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। বিবিধ ডাক বিভাগের ওয়েবসাইট। www.bdpost.gov.bd এবং www.post.khulnadiv.gov.bd/ এ নিয়ােগের যাবতীয় তথ্যাদি সময় হালনাগাত করা হবে।

অনলাইন আবেদন পত্র প্রেরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে  ইচ্ছুক ব্যাক্তিhttp://pmgsck.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিরূপ: Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০/০৬/২০২১ খ্রিঃ, সকাল ১০:০০টা online-এ আবেদাত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২০/০৭/২০২১ খ্রিঃ, বিকাল ০৫:০০টা। উক্ত সময়সীমার মধ্যে user ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যেমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

post office job circular 2021

Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮0 pixel) ও রঙ্গিনি ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ ৬০KB হতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী ও

পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র T(Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হয়ে কম্পিউটারে ছবিসহ Application Preciew দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’copy প্রাথী download পূর্বক (সম্ভব হণে রঙ্গিন) প্রন্টি করে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যেমে ২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও Teletalk এর সার্ভিসচার্জ ৬.০০ টাকাসহ মােট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। পরীক্ষার ফি ।

প্রদানের পর দাখিলকৃত আবেদন আর সংশোধন/এডিট করা যাবে না। বিশেষভাবে উতেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আৰেদাত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম SMS: PMGSCK<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২

Example: PMGSCK ABCDEF& send to 16222 Reply: Applicant’s Name, TK-56 (application fee) will be charged as application fee. Your PIN is 12345678 To pay fee Type PMGSCK<Space>Yes<Space>PIN | & send to 16222.

দ্বিতীয় SMS: PMGSCK<Space> Yes<Space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: PMGSCK ABCDEF& send to 16222 Reply: Congratulation Applicant’s Name, payment completed successfully for PMGSCK Application for post xxxxxXx User ID is (ABCDEF) and Password (xxxxxxx). এই বিজ্ঞপ্তি ডাক বিভাগের নিজস্ব ওয়েবসাইট |

www.bdpost.gov.bd এবং www.post.khulnadiv.gov.bd এবং http:/pngsck.teletalk.com.bd এবং https:// alljobs. teletalk.com.bd এ পাওয়া যাবে।

(মােঃ মিজানুর রহমান) ডেপুটি পােস্টমাস্টার জেনারেল আর এম এস ই-বিভাগ, খুলনা ও সদস্য সচিব

সূত্র : ২০-০৬-২০২১ ইত্তেফাক (পৃষ্ঠা-৪)

About Jobsjoin 24

Check Also

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Community Bank Bangladesh Job Circular 2022) Bangladesh Police কল্যাণ ট্রাস্টের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *