ব্যাংকে চাকরির প্রস্তুতির সেরা সাজেশন ২০২২

ব্যাংকে চাকরির প্রস্তুতির সেরা সাজেশন প্রথমে এক সেট বিগত বছরের প্রশ্ন সম্বলিত বই কিনে নিবেন। শুরু থেকে শেষ করবেন। একটা সরকারি ব্যাংক জবের জন্য,আর একটা বেসরকারি ব্যাংক জবের জন্য। এই গুলা পড়ার পর আপনার কোথায় ঘাটতি আছে তা আপনি বুঝতে পারবেন। তারপর সেই অনুযায়ী ওই টাইপের আলাদা বই কিনে পড়ে ফেলবেন। যেমন- গণিতে দুর্বল হলে আলাদা একটা ম্যাথ বই নিবেন এবং সেটা চ্যাপ্টার অনুযায়ী শেষ করবেন।

 প্রিলির জন্য কি কি বই কিনবেন:

  • Govt. Bank job guide (Professors)
  • Private bank job guide (Professors)
  • Arifur’s vocabulary
  • Khairul’s basic math
  • MP3 বাংলা
  • MP3 সাধারণ জ্ঞান
  • MP3 Computer
  • Masters English
  • কারেন্ট এফেয়ার্স

প্রথমে বলে রাখি ব্যাংকের এক্সাম বিভিন্ন University এর বিভিন্ন ডিপার্টমেন্ট নেয়। যেমন ঢাকা University’র Arts faculty, Social Science faculty, Business faculty, Management faculty, IBA and BIBM ও AUST।এইবার আসল কথায় আসি। প্রথমে কোন ব্যাংকের এক্সাম কোন ডিপার্টমেন্ট নিবে সেটা জানতে হবে।

বিভিন্ন ফেসবুক গ্রুপ ঘাটলে এই ব্যাপারে জানতে পারবেন। সেই ডিপার্টমেন্ট এর পূর্বের পরীক্ষার সব প্রশ্ন মুখস্ত করে ফেলবেন, মানে প্র্যাক্টিস করবেন। তারপর আপনি বুঝতে পারবেন কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়। তারপর সেই অনুযায়ী বই থেকে ওই অধ্যায় ভিত্তিক ভালোভাবে পড়ে নিবেন।

যেগুলো একদম বুঝেন না তা বাদ দিবেন। সব প্রশ্ন সিরিয়াসলি নিবেন না। প্রিলি পাশ করতে আপনাকে  সব প্রশ্নের উত্তর দিতে হবে না। এতো এতো Website ঘেঁটে কোনো লাভ নেই। সব Website ঘেঁটে নিজের মাথাকে জটিল করবেন না। চোখ কান খোলা রাখুন আর নিজের উপর বিশ্বাস রাখুন।

ব্যাংকে চাকরির প্রস্তুতি

যতবেশি পূর্বের প্রশ্ন Solve করবেন ততবেশি নিজের দুর্বলতা বুঝতে পারবেন। পূর্বের প্রশ্নগুলো বিভিন্ন Website থেকে ওনারা করে থাকে। ওখানেই ওয়েবসাইটের প্রশ্ন পেয়ে যাবেন আর যা পাবেন না বলে মনে হয় তা বাদ দিন। সব প্রশ্ন পারতে হয় না প্রিলির জন্য।

ব্যাংকে চাকরির প্রস্তুতির সেরা সাজেশন

প্রশ্ন সলভ করার সময় কয়েকটা খাতা বানাবেন। যেইগুলো একটু কঠিন মনে হয় কিন্তু বারবার আসে তা আপনি নোট করে রাখবেন।

১. বাংলা খাতা
২. ইংরেজি খাতা
৩. General Knowledge খাতা
৪. কম্পিউটার খাতা

কঠিন বিষয়গুলো নোট করবেন এখানে। এক্সামের পূর্বে দেখে যাবেন। অবশ্যই করবেন। অনেক কাজে দিবে।
গ্যাপ দিয়ে পড়াশুনা করবেন না। কোমর বেঁধে পড়তে বসবেন। একটা ইয়ার Target করেন। নিজের যথাসাধ্য শ্রমটুকু দেন। মনে রাখবেন সবকিছু বৃথা যায় শ্রম যায় না। শ্রম আপনার প্রাপ্য আপনাকে এনে দিবে হোক তা আগে বা পরে। ছোট বড়ো সবার থেকে জানার চেষ্টা করবেন। আমি কিন্তু আমার অনেক জুনিয়রদের নিকট থেকে অনেক কিছু শিখেছি। শিক্ষার জন্য ছোট বড়ো হয় না।

শুভ হোক আপনার আগামীকাল

আরো পড়ুন:

ইউনিভার্সিটি লাইফ থেকেই বিসিএস প্রস্তুতি

প্রতিদিনের আপডেট সকল চাকরির খবর ২০২১ এবং নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়। দৈনিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর,  আজকের চাকরির খবর, সকল সরকারি/বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, দেশের সকল প্রকার কোম্পানি এবং এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আমাদের ওয়েবসাইট  Jobsjoin24.com এ প্রকাশ করে থাকি।

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য, সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির পরীক্ষা, Admit কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের Facebook Page Jobsjoin24   Like দিন।

About Jobsjoin 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *